আন্দোলন নিয়ে আসছে সিনেমা ‘৩৬ জুলাই’

| মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ৯:০০ পূর্বাহ্ণ

সরকার পতনের ৩৬ দিনের আন্দোলনের প্রেক্ষাপটে সিনেমা নির্মাণ হতে চলেছে। ‘৩৬ জুলাই’ শিরোনামের সিনেমাটি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রাশেদ শামীম স্যাম। গত বুধবার পরিচালক সমিতিতে সিনেমাটির নিবন্ধন সেরেছেন বলে জানিয়েছেন নির্মাতা। স্যাম গ্লিটজকে বলেন, সমপ্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের শুরুর দিন থেকে শেষে দিন পর্যন্ত যা যা ঘটেছে সেটাকেই আমরা নাট্যরূপ দিয়ে সিনেমাটি নির্মাণ করতে চাই। চিত্রনাট্য শুরু করেছি। খবর বিডিনিউজের।

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবি নিয়ে শিক্ষার্থীচাকরি প্রত্যাশীদের আন্দোলনের শুরুটা হয়েছে জুলাইয়ের এক তারিখ থেকে। এর পর মাসের মাঝামাঝিতে সেই আন্দোলন রূপ নেয় সহিংসতায়, তাতে প্রাণ যায় শিক্ষার্থীসহ বহু মানুষের। জুলাই শেষে অগাস্ট মাস শুরু হলেও, নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অগাস্টের দিনগুলোকেও জুলাই হিসেবে গণনা করছিলেন আন্দোলনকারীরা। তাদের সেই আন্দোলন সরকার পতনের এক দফার আন্দোলনে পরিণত হয়। তাদের বক্তব্য ছিল, দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই শেষ হবে না। সেদিক থেকে ৫ অগাস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর ওই দিনটিকে আন্দোলনের শেষ দিন ধরেছেন আন্দোনকারীরা। তাই আন্দোলনের হিসেবে জুলাইকে আন্দোলনকারীরা ধরে নিচ্ছেন ৩৬ দিনের। পরিচালক স্যাম বলেন, আন্দোলনের সময়ই সিনেমাটি নির্মাণের চিন্তা তার মাথায় আসে। আন্দোলনের কিছু ভিডিও সংগ্রহ করে রেখেছেন জানিয়ে তিনি বলেন, ড্রোনে কিছু কিছু ভিডিও নিয়ে রেখেছি। আমার মনে হয়েছিল এই আন্দোলন বড় কিছু হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধমৌসুমী হামিদের ‘কালো হরিণ চোখ’
পরবর্তী নিবন্ধইউক্রেনে ২শ’ ড্রোন ক্ষেপণাস্ত্র হানার পর জ্বালানি স্থাপনায় রুশ হামলা