নগরীর আন্দরকিল্লাস্থ গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দির আয়োজিত দুর্গাপূজা বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার বাগীশিক কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক কৃষ্ণা দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেনারেল হসপিটালের কনসালটেন্ট ডা. জয়া দেবী। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, কণ্ঠশিল্পী জলি মুখার্জি, সমাজসেবক শ্যামল বিশ্বাস, শিল্পী কেয়া লাহিড়ী। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মচর্চার মধ্যদিয়ে সমাজে সাম্য, শান্তি ও সমপ্রীতি প্রতিষ্ঠা পায়। সব মানুষের পালনের অধিকার সংবিধান কর্তৃক স্বীকৃত। শারদীয় দুর্গাপূজা আজ উৎসবে পরিণত হয়েছে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কুইজ প্রতিযোতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।