আন্দরকিল্লায় অভিভাবক সমাবেশ ও শিক্ষাসামগ্রী বিতরণ

| শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

নগরীর আন্দরকিল্লাস্থ বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) পরিচালিত গীতাধ্বনি সনাতন বিদ্যা মন্দিরের অভিভাবক সমাবেশ ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) বাগীশিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গীতাধ্বনি বিদ্যা মন্দিরের পরিচালক ও বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের জেলা খাদ্য নিয়ন্ত্রক (নারায়ণগঞ্জ) চন্দ্রশেখর মল্লিক। বিশেষ অতিথি ছিলেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদের সহসভাপতি চন্দন দাশ, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি লায়ন শিমুল নন্দী, সমাজসেবক সুকুমার চৌধুরী, গীতা প্রশিক্ষক নন্দিনী বিশ্বাস, সমাজকর্মী বাবুল চৌধুরী, সংগঠক কমল চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গীতা প্রশিক্ষক শর্মী দে, কনিকা চৌধুরী, চুমকি চৌধুরী, মৃত্তিকা দেওয়ানজী, বিউটি রায় ও সুইটি দত্ত প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চন্দ্রশেখর মল্লিক বলেন, শিক্ষা মানুষকে পরিপূর্ণ মানুষে পরিণত করে। আজকের শিশুরা আগামীর আলোকিত বাংলাদেশের নিয়ামক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনবাসীদের শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধ‘৯১ ব্যাচ এসএসসি চট্টগ্রাম বিভাগের মিলনমেলা