আন্দরকিল্লায় অবৈধ নলকূপ স্থাপন, ওয়াসার জরিমানা

জে. জাহেদ, নিজস্ব প্রতিবেদক | সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ৮:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ঘাটফরহাত বেগ অভিযানে অবৈধভাবে একটি গভীর নলকূপ স্থাপন করে পানি সংগ্রহের অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ওয়াসার ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে আন্দরকিল্লায় এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম ওয়াসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।

অপরদিকে, একই অভিযানে অবৈধ গভীর নলকূপটি লাইসেনেন্সের আওতায় এনে ১ লক্ষ টাকা বকেয়া রাজস্ব আদায় করা হয়। তাছাড়া বকেয়া পানির বিল পরিশোধ না করার কারণে এক ব্যক্তির সংযোগ বিছিন্ন করা হয়।

এ তথ্য নিশ্চিত করে ওয়াসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচসিকের ৪১ ওয়ার্ডে নাগরিক সেবা দিবেন ১৩ কর্মকর্তা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, আহত ৯