আন্দরকিল্লা শাহী মসজিদের তার চুরি, গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১:৫৫ অপরাহ্ণ

নগরীর ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হলেও সঠিক তথ্য না দেওয়ায় আদালতের কাছে আবেদন করে দুইদিন থানা হেফাজতে নিলে চোরাইকৃত তারের সন্ধান পাওয়া যায়। পরে তাদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে লালদিঘী মাঠের ঝোপঝাড় থেকে ১৭৫ মিটার তার উদ্ধার করে পুলিশ। সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে সিএমপি।

গ্রেফতার আসামিরা হলেন মো. আবুল বশর (২৯), ভুটু মিয়া প্রকাশ জামাল (৩২) ও হেলাল উদ্দিন (১৯)। তারা কোতোয়ালী থানা এলাকার অস্থায়ী বাসিন্দা।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ছাদের উপর থেকে মেইন বিদ্যুৎ সংযোগের তার কেটে চুরি করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পরপর মসজিদের বিদ্যুৎ বন্ধ হয়ে যায় এবং নামাজের সময় আজান, ফ্যান ইত্যাদি কার্যক্রম পরিচালনায় বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে মসজিদ কমিটি কোতোয়ালী থানায় একটি চুরির মামলা দায়ের করে। সেই সূত্র ধরেই ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ১৭৫ মিটার তার উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম জানান, মসজিদের তার চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক্সিকিউটিভ কমিটির সভা
পরবর্তী নিবন্ধফুলেল শ্রদ্ধায় বদরুদ্দীন উমরকে শেষ বিদায়