নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ভবন বিপজ্জনক হওয়ায় এই মসজিদের সংস্কার কাজে দ্রুত হাত দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। একই সাথে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের বর্তমান আর্কিটেকচার ডিজাইন অক্ষুণ্ন রেখে অসমাপ্ত কাজও সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নওফেল।
গতকাল শুক্রবার জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, জমিয়তুল ফালাহ আমাদের জাতীয় মসজিদ, এটার বর্তমান আর্কিটেকচার ডিজাইন অক্ষুণ্ন রেখে অসমাপ্ত কাজ যাতে সমাপ্ত হয় সেটা চেষ্টা করবো। যেহেতু আপনারা জানেন সরকারের এখন প্রকল্প নিতে একটু দেরি হচ্ছে। এখানে আর্থিক একটা বিষয় আছে, সেই কারণে একটু দেরি হচ্ছে। তারপরও আস্তে আস্তে আমরা এই মসজিদের কাজ সমাপ্ত করবো। এটায় (জমিয়তুল ফালাহ) নামাজ পড়ার জন্য এখনো যথেষ্ট ঠিক আছে, শুধু অসমাপ্ত কাজটা সমাপ্ত করা। কিন্তু আন্দরকিল্লা শাহী জামে মসজিদটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। সেটা সংস্কারে বিশেষ ভাবে নজর দেয়া হবে। সেটা ইসলামিক ফাউন্ডেশনের আওতায় চলে যাওয়ার পর তারা দেখাশুনা করে থাকে। গতকাল জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে জুমার নামাজ আদায় করেন বন্দর–পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফ, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানসহ নগর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।