আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশের উদ্যোগে ও তা’লিমুল কোরআন কমপ্লেক্স চট্টগ্রামের ব্যবস্থাপনায় গত ২৮ ডিসেম্বর চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে দিনব্যাপী আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। তা’লিমুল কোরআন কমপ্লেক্স চট্টগ্রামের পরিচালক, আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হাফেজ মাওলানা আবু তৈয়বের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমন্ত্রিত বিদেশী ক্বারী শাইখ সালাহ মুহাম্মদ সোলাইমান (মিশর), শাইখ ক্বারী রজাঈ আইয়ুব (তানজানিয়া), শাইখ ক্বারী ঈদী শাবান (তানজানিয়া), শাইখ ক্বারী মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ্দুরুনকী (মিশর), শাইখ ক্বারী ইদ্রিস আবিদা (তানজানিয়া), শাইখ ক্বারী মাসুদ শাহাত মুহাম্মদ (ইন্দোনেশিয়া) সহ দেশীয় খ্যাতিমান ক্বারীগণ। অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সহ–সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক আহমদ হোসেন, শ্রমিক নেতা কামাল উদ্দিন প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম; আল কোরআনে রয়েছে মানবজাতির কল্যাণ। এই কল্যাণ তখনই মানবের মাঝে নিহিত হবে যখন মানবজাতি এর বাণীসমূহকে পড়ে মেনে চলবে। প্রেস বিজ্ঞপ্তি।