আলহাজ্ব হাফেজ মুহাম্মদ তৈয়ব সাহেব (রহ.) প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশের উদ্যোগে ও তা’লীমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রামের ব্যবস্থাপনায় জামেয়া দারুল মাআরিফের মহাপরিচালক আল্লামা ফোরকান উল্লাহ খলিলের সভাপতিত্বে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে বিদেশি ক্বারীদের মধ্যে তেলাওয়াত করেন, শায়খ ক্বারী ফরদান আদম–আফ্রিকা, শায়খ ক্বারী রেজাই আইয়ুব– তানজানিয়া, শায়ক ক্বারী আব্দুল হাফেজ আদ্দুরুনকি– মিশর, শায়খ ক্বারী আব্দুল বাসেত আসলাম পাকিস্তানসহ দেশীয় আন্তর্জাতিক মানের ক্বারীগণ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম–৯ আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একে এম ফজলুল হক, টেরি বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসাইন, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আনোয়ার শাহ আজহারী, জামেয়া বাবুনগরের সিনিয়র মুহাদ্দিস আল্লামা ড. হারুন আজিজী নদভী, শাহী জামে মসজিদের জুমার খোতবার অনুবাদক মাওলানা জয়নাল আবেদীন, জেলা পুলিশ লাইন জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মনসুরুল হক জিহাদী, উম্মাহ ওয়েলফেয়ারের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম, চ্যানেল কর্ণফুলির চেয়ারম্যান আবদুল আজিজসহ শীর্ষ উলামায়ে কেরাম, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ইমাম–খতিবসহ সর্বস্তরের কুরআন প্রেমিক তৌহিদী জনতা। প্রেস বিজ্ঞপ্তি।












