সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচালিত অভিযানে ভ্যান গাড়ির মালামাল জব্দ করা হয়েছে। গতকাল নগরের আন্দরকিল্লা মোড় ও সিরাজউদ্দৌলা রোডে এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী।
তিনি আজাদীকে বলেন, আন্দরকিল্লা মোড়ে চসিকের পার্কিং কর্নারে সবজির দোকান বসানো হয়েছে। এতে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল। ইতোপূর্বে তাকে অনেকবার সতর্ক করা হয়। না শোনায় অভিযান চালিয়েছি। আন্দরকিল্লা মোড় থেকে ১০ থেকে ১২টি ভ্যানগাড়িতে মালামাল বিক্রির সময় উচ্ছেদ করা হয়। তিনি আরো বলেন, চৌরঙ্গীর পাশে ফুটপাতে দোকান বসিয়ে ফ্রটস বিক্রি করা হয়। সেটা আগে একবার উচ্ছেদ করেছি। এখন আবার বসে যাওয়ায় উচ্ছেদ করেছি। সিরাজদ্দৌলা রোডে পাশাপাশি ১০/১২টি ভ্যান গাড়িতে করে ফ্রটস বিক্রি করার নামে রীতিমত বাজার বসানো হয়। সেখানে গাড়ি চলতেও সমস্যা হচ্ছিল। সেগুলোও উচ্ছেদ করি।
তিনি বলেন, বারবার বলার পরও তারা শুনে না। তাই এবার জব্দ করে নিয়ে এসেছি। জব্দকৃত সবজি কদমতলী এতিমখানায় দিয়ে দিয়েছি।