আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবসে ভিবিডি চট্টগ্রাম জেলার আয়োজন

| মঙ্গলবার , ৬ ডিসেম্বর, ২০২২ at ৫:০৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম জেলা আয়োজন করে ‘মাই রোড মাই রেসপনসেবলিটি ৩.০’ নামক ইভেন্টের। উক্ত ইভেন্টে ২০০ জনের অধিক ভলান্টিয়ার নগরীর ৪টি এলাকায় ২নং গেইট,ওয়াসা ,টাইগারপাস,কাজীর দেউড়িতে সড়ক নিরাপত্তার জন্য জনসচেতনতা সৃষ্টি করে এবং যারা ট্রাফিক আইন মেনে চলছিলো তাদের ব্যাজ পরিয়ে সম্মানিত করে।

ইভেন্ট পরিচালনা করেন ভিবিডি জেলা সভাপতি মো. রাজু ইসলাম, সাধারণ সম্পাদক কিশোয়ার নাজ সুজানা, রোকন, মাহমুদ, ইমরান, সাইফুল ইসলাম।

এছাড়াও উক্ত ইভেন্টে উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশনের সমন্বয়ক মোহাম্মদ মোদ্দাচ্ছির হোসাইন ও ভিবিডি চট্টগ্রাম বিভাগের সভাপতি মো. কাওসার হোসাইন। উক্ত ইভেন্টে কমিউনিটি পার্টনার হিসেবে ছিলেন বটবৃক্ষ,পি সি আই ইউ বিজনেস ক্লাব ও চিটাগাং ইউনিভার্সিটি এডভেঞ্চার ক্লাব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে মাদকসহ গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধকলেজিয়েটস ৮৬ এর সভা