চবি ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে গড়ে ওঠা গণিত শেখার প্লাটফর্ম ‘ম্যাথট্রনিক্স’ পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। গতকাল সোমবার চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান প্রতিষ্ঠানটির সহ–প্রতিষ্ঠাতা আলভি আহমেদ।
আলভি আহমেদ বলেন, বাংলাদেশের শিক্ষা প্লাটফর্মগুলো নিয়ে ফিনল্যান্ডভিত্তিক সেবামূলক সংস্থা ‘হান্ড্রেড এন্ড এডটেক হাব ’ গবেষণা করে গত ২৪ নভেম্বর বাংলাদেশের ১৬৮টি প্ল্যাটফর্ম থেকে শীর্ষ ১৫টি প্ল্যাটফর্মকে স্বীকৃতি দিয়েছে। এরমধ্যে আমাদের গণিত শেখার প্ল্যাটফর্ম ‘ম্যাথট্রনিঙ’ স্থান করে নেয়।
টফর্মটির আরেক সহ–প্রতিষ্ঠাতা বৃষ্টি ফারজানা বলেন, শিক্ষার্থীরা প্রায় টিউশনের জন্য অতিরিক্ত অনেক সময় নষ্ট করে থাকেন। কিন্তু ম্যাথট্রনিক্সের মাধ্যমে শিক্ষার্থীরা এখন ঘরে বসে টিউশন করতে পারবে। তাদের আর যাতায়াতের জন্য অতিরিক্ত সময় নষ্ট হবে না। গণিত শিক্ষায় শিক্ষার্থীদের ভীতি দূর করে সেটাকে জনপ্রিয় করতে সাফল্যের সঙ্গে অবদান রেখে যাচ্ছেন প্রতিষ্ঠানটির আরও ৪ জন সদস্য জ্যোতি, মমশাদ, আরমান ও রিশাদ। প্লাটফর্মের উপদেষ্টা হিসেবে কাজ করছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ ইফতেখার মাহমুদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহ–প্রতিষ্ঠাতা মো. আরমান হোসাইন ও সৈয়দ মমশাদ আহম্মদ।