আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও র্যালির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন দিদারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কলামিস্ট মোহাম্মদ কামাল পারভেজ। প্রধান আলোচক ছিলেন কামরুল হুদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন। বক্তব্য রাখেন খোরশেদুল আলম, সাইফুল ইসলাম, দিদারুল আলম, জসিম উদ্দিন রফিক, মোহাম্মদ রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ। মানববন্ধন ও র্যালিতে বক্তারা মানবাধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন এবং মানবাধিকার লঙ্ঘন রোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তারা মানবাধিকার বিষয়ে সমাজে সচেতনতা তৈরি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।