বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে ২টি আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট। টুর্নামেন্ট দুটি হচ্ছে এভিসি বীচ কন্টিনেন্টাল কাপ ফেইজ ওয়ান ২০২৩। এটি অলিম্পিক গেমস ২০২৪ এর জোনাল বাছাই পর্ব। অন্যটি হচ্ছে বঙ্গবন্ধু কাভা বীচ ভলিবল ২০২৩। এই দুটি আন্তর্জাতিক বীচ ভলিবল প্রতিযোগিতায় ৯টি দেশের ২৯টি পুরুষ এবং মহিলা দল অংশ নেবে। প্রতিযোগিতা চলবে ৮ সেপ্টেম্বর হতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। রেফারী হিসেবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার খেলাগুলো পরিচালনার জন্য সরকারি শারীরিক শিক্ষা কলেজ,চট্টগ্রামের প্রভাষক মো. সাইফুল্যা মুনির রনিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ থেকে একমাত্র তিনিই খেলা পরিচালনা করবেন। বীচ ভলিবলে তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের একমাত্র রেফারী। সাইফুল্যা মুনির ইতিমধ্যে কক্সবাজার গমন করেছেন।












