আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ‘শো আস দ্য ওয়ার্ল্ড’ গতকাল নগরীর খুলশীর চিত্রভাষা আর্ট গ্যালারিতে শুরু হয়েছে। প্রদর্শনী উদ্বোধন করেন প্রবীণ নাট্যজন রবিউল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন আলোকচিত্রী শোয়েব ফারুকী ও মইনুল আলম।তিনটি মূল বিষয় ‘শান্তি, মুক্তি এবং বন্ধুত্ব’কে উপজীব্য করে এই প্রদর্শনীর আলোকচিত্রগুলো প্রদর্শিত হচ্ছে। গত জুলাইয়ে কানাডায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রদর্শনীটির যাত্রা শুরু হয়।
বাংলাদেশসহ বিশ্বের এগারোটি দেশের সাতাশজন নবীন–প্রবীণ আলোকচিত্রীর সংযোগ ঘটেছে এতে। বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীদের ক্যামেরায় পৃথিবীর সৌন্দর্য, মমতা ও ভাতৃত্বের প্রতি সম্মিলিত বহিঃপ্রকাশ এসব আলোকচিত্র। প্রদর্শনীতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন শোয়েব ফারুকী ও আবীর আব্দুল্লাহ। প্রদর্শিত হচ্ছে মোট ৩০টি আলোকচিত্র।
প্রধান অতিথি রবিউল হোসেন বলেন, আজকের এ প্রদর্শনীতে আন্তর্জাতিক ছবির ভাষার সাথে আমাদের সংযোগ দেখে ভালো লাগছে। ছবির একটি ভাষা আছে। ছবি স্বয়ং অভিনেতা। দর্শক হিসেবে আমরা ছবির অন্তর্নিহিত ভাষাটিকে বোঝার চেষ্টা করছি।
শোয়েব ফারুকী বলেন, আলোকচিত্রের মাধ্যমে স্বাধীনতা, শান্তি ও বন্ধুত্বের সাথে যারা পরিচিত হতে চান, তাদের জন্যে এ প্রদর্শনী নতুন সূচনা। তিনি জানান, ছবির সাথে এর প্রেজেন্টেশনও জরুরি।
এ সময় উপস্থিত নাট্যব্যক্তিত্ব শিশির দত্ত বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে আমরা আজ আন্তর্জাতিক ছবির ভাষার সাথে যুক্ত হতে পেরেছি। চট্টগ্রামের ঐতিহ্যকে ধারণ করে নতুন আর্ট ফর্মের সাথেও পরিচিত হয়েছি।
বিস্তার আর্ট কমপ্লেঙ চট্টগ্রাম ও চিত্রভাষা গ্যালারি আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিস্তার আর্ট কমপ্লেঙ চট্টগ্রামের পরিচালক আলম খোরশেদ ও চিত্রভাষা গ্যালারির মাহমুদ আলম সৈকত। প্রদর্শনী চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।