আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস আজ। ডলফিন সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধি করতে ২০০৯ সালের অক্টোবর মাসে ইন্দোনেশিয়ায় মিঠাপানির ডলফিন সংরক্ষণের জন্য ২৪ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস পালন করার ঘোষণা দেয়া হয়। এরপর থেকে বাংলাদেশ প্রতিবছর এদিবসটি পালন করে আসছে। সরকার প্রতিবছরের ন্যায় এবছরও ‘শুশুক ডলফিন থাকে যদি, ভালো থাকবে মোদের নদ-নদী’-এ প্রতিপাদ্যে দিবসটি পালনের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বন অধিদপ্তরে আলোচনা সভা এবং দেশের যে সকল নদ-নদীতে এখনো ডলফিন পাওয়া যাচ্ছে তার আশপাশের জনগোষ্ঠীকে সচেতন করে তোলার জন্য আলোচনা সভা ও র্যালিসহ বিভিন্ন সচতেনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সরকার ডলফিনসহ সকল বন্যপ্রাণী সংরক্ষণে বদ্ধপরিকর বিধায় জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টি সংবিধানে সন্নিবেশিত করা হয়েছে। ডলফিন রক্ষায় প্রয়োজনীয় আইন, বিধিমালা এবং নীতিমালা করা হয়েছে এবং সে অনুযায়ী আইন প্রয়োগ করা হচ্ছে।