সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আন্তর্জাতিক ট্রেড মিশন বাংলাদেশি নারী উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে প্রবেশে সহায়ক ভূমিকা রাখবে। চট্টগ্রামকে একটি ট্যুরিজম সিটি হিসেবে গড়ে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং পর্যটনমুখী নগরী হিসেবে চট্টগ্রামকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছি। তিনি গত ২৪ সেপ্টেম্বর হোটেল আগ্রাবাদের ইছামতি হলে চিটাগাং উইমেন চেম্বার ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় আইটিসি শিট্রেডর্সের উদ্যোগে টক বাংলাদেশ ট্রেড মিশনের সদস্যদের নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার প্রেসিডেন্ট আবিদা মোস্তাফা বলেন, আমরা বিশ্বাস করি, এই ধরনের ট্রেড মিশন নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক ক্রেতাদের সাথে সরাসরি সংযুক্ত করবে। আমাদের নারী উদ্যোক্তাদের সক্ষমতা, মান এবং উদ্ভাবনী শক্তি রয়েছে, যা বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করার মতো পর্যায়ে পৌঁছেছে।
উইম্যান চেম্বার সবসময় নারী উদ্যোক্তাদের পাশে থাকবে এবং তাদেরকে আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করবে।
আইটিসি শিট্রেডস হাবস এশিয়ার সিনিয়র অ্যাডভাইজার তানভীর আহমেদ বলেন, বাংলাদেশে নারী উদ্যোক্তাদের জন্য বাজারে প্রবেশ এখনো একটি বড় চ্যালেঞ্জ। শিট্রেডস যুক্তরাজ্য–বাংলাদেশ ট্রেড মিশন নারী উদ্যোক্তাদের জন্য একটি অনন্য সুযোগ তৈরি করেছে, যেখানে রপ্তানিযোগ্য নারী–নেতৃত্বাধীন ব্যবসাগুলো সরাসরি নির্বাচিত যুক্তরাজ্যের ক্রেতাদের সাথে যুক্ত হতে পারবে।
আইটিসি শিট্রেডস ইনিশিয়েটিভের পলিসি লিড জেম আরবো বলেন, নারীদের প্রকৃত উপকারে আসতে হলে টেকসই সরকারি ক্রয়নীতি কাগজ থেকে বাস্তবে নিয়ে আসা প্রয়োজন।
ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন বলেন, শিট্রেডস কমনওয়েলথ+ প্রোগ্রামের এই ইনওয়ার্ড ট্রেড মিশন বাংলাদেশে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে যুক্তরাজ্যের প্রতিশ্রুতির একটি শক্তিশালী উদাহরণ।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, দুদক, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল হোসেন, বাংলাদেশ পান রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মো. একরামুল করিম এবং এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব প্রেজেন্টেশন প্রদান করেন। শেষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।