আন্তর্জাতিক উৎসবে বিচারক রুবাইয়াত

| সোমবার , ১১ জানুয়ারি, ২০২১ at ৭:১৬ পূর্বাহ্ণ

আসছে ১৬ থেকে ২৪ জানুয়ারি গোয়ায় চলবে ৫১তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। এই উৎসবে বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশি নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রযোজক রুবাইয়াত হোসেন। একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ। সারাবিশ্ব থেকে ২২৪টি চলচ্চিত্র নিয়ে চলবে এই উৎসব। এই আয়োজনে বিচারক প্যানেলের সভাপতিত্ব করবেন আর্জেন্টাইন পরিচালক পাবলো সিজার। রুবাইয়াত হোসেন ছাড়া বিচারক হিসেবে এখানে আরও থাকবেন শ্রীলঙ্কার প্রসন্ন ভিথাঞ্জে, অস্ট্রিয়ার আবু বকর শাওকি ও ভারতের প্রিয়দর্শন। খবর বাংলানিউজের।
এদিকে, ‘মেহেরজান’, ‘আন্ডার কনস্ট্রাকশন’খ্যাত বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেনের তৃতীয় চলচ্চিত্র ‘মেড ইন বাংলাদেশ’ ইতিমধ্যে ফ্রান্স, পর্তুগাল আর ডেনমার্কে ৭০টির অধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে। কানাডা আর অস্ট্রেলিয়ায় প্রদর্শনী হয়েছে সিনেমাটির।

পূর্ববর্তী নিবন্ধরাজন ও মূকাভিনয়বন্ধুরা
পরবর্তী নিবন্ধনীল ও তৃণার বাগদান