আন্তর্জাতিক উন্মুক্ত কারাতে প্রতিযোগিতায় চট্টগ্রামের সাফল্য

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

ভারতের কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেলো ৬ষ্ঠ আন্তর্জাতিক উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা। গত ৩০ ও ৩১ জুলাই ভারতের কারাতে সংগঠন অল ইন্ডিয়া সেইশিনকাই সিতোরিও কারাতে-দো ফেডারেশন এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অংশ নেন চট্টগ্রামের ৯ জন প্রতিযোগী। যার মধ্যে ৫ জন প্রতিযোগী পদক অর্জন করেন। এরমধ্যে একক কাতায় পুরুষ ১০ বছর ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেন অরণ্য চৌধুরী, মহিলা ১৪ থেকে ১৫ বছর ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেন কৃপা বিশ্বাস, মহিলা ১৮ উর্ধ্ব বয়সী ক্যাটাগরিতে রৌপ্যপদক অর্জন করেন ফারজানা আক্তার এবং ৮ বছর বয়সী ক্যাটাগরিতে তাম্রপদক অর্জন করেন যিকরা বিনতে ইফতেখার। এছাড়াও একক কুমিতেতে পুরুষ সিনিয়র- ৭৫ কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেন মোহাম্মদ আজওয়াদ মালিক, পুরুষ ১০ বছর ক্যাটাগরিতে রৌপ্যপদক অর্জন করেন অরণ্য চৌধুরী, মহিলা- ৬৫ কেজি ক্যাটাগরিতে তাম্রপদক অর্জন করেন ফারজানা আক্তার এবং মহিলা ৮ বছর ক্যাটাগরিতে তাম্রপদক অর্জন করেন যিকরা বিনতে ইফতেখার। প্রতিযোগিতায় চট্টগ্রাম থেকে বিচারকের দায়িত্ব পালন করেন শিহান রতন তালুকদার, সেন্সী মারিয়া চক্রবর্তী ও তীর্থ তালুকদার।

পূর্ববর্তী নিবন্ধসেপাক টাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ব্রোঞ্জ মেডেল অর্জন
পরবর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজে বিপদে বাংলাদেশ ‘এ’ দল