আন্তজার্তিক মাতৃভাষা ও শহীদ দিবসে জেলা আইনজীবী সমিতির আলোচনা সভা

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩২ পূর্বাহ্ণ

আন্তজার্তিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সমিতির ৩ নং মিলনায়তনে সমিতির এডহক কমিটির আহ্বায়ক এ কে এম মকবুল কাদের চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য মুহাম্মদ শামসুল আলমের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য রফিক আহমেদ ও সৈয়দ আনোয়ার হোসেন। সমিতির অন্যান্য সদস্যদের মধ্যে আবদুস সাত্তার, আক্তারুন নেসা বেগম, মুহাম্মদ হাসান আলী চৌধুরী, মুহাম্মদ কবির হোসাইন চৌধুরী, মো. কাসেম কামাল, মো. নুরুল করিম এরফান, আবছার উদ্দিন হেলাল, মো. ফজলুল বারী, মুরশিদ আলম, সেলিম উদ্দিন শাহীন, জালাল উদ্দিন পারভেজ, নাসির উদ্দিন, তৌহিদ হোসাইন শিকদার, মো. নজরুল ইসলাম, আজিম উদ্দিন লাভলু ও রুমেল বড়ুয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালে বাংলাদেশের জনগণ তাদের ভাষাকে মায়ের মত ভালবেসে জীবন উৎর্সগ করে ভাষা আন্দোলনে সংযুক্ত হয়েছিল। এজন্য রক্তে রঞ্জিত ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোসহ তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং সর্বত্র বাংলা ভাষার দাবি জানানো হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে আদালত চত্বরে স্থাপিত শহীদ বেদীতে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন দিতে তালবাহানা করলে বিএনপি আবার রাজপথে নামবে
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সভাপতি হলেন লায়ন হাজী মহিউদ্দিন