আন্তঃব্যাংক ক্রিকেট টুর্নামেন্টে ৪টি খেলা অনুষ্ঠিত

| রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৮:৫৪ পূর্বাহ্ণ

ব্যাংকার্স ক্লাব চট্টগ্রাম আয়োজিত আন্তঃব্যাংক ক্রিকেট টুর্নামেন্টে গতকাল চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বন্দর মাঠে অনুষ্ঠিত এসব খেলায় ব্র্যাক ব্যাংক ৩ উইকেটে সাউথইস্ট ব্যাংককে পরাজিত করে। প্রথমে ব্যাট করে সাউথইস্ট ব্যাংক ১০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১০৮ রান করে। জবাবে ব্র্যাক ব্যাংক ৯.৫ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে নেয়। এ খেলায় ব্র্যাক ব্যাংকের আসিফ হাসনাত (৩৭ বলে ৭৯ রান ও ২ উইকেট) ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। দ্বিতীয় খেলায় এনসিসি ব্যাংক ১৮ রানে এইচএসবিসি ব্যাংককে পরাজিত করে। প্রথমে ব্যাট করে এনসিসি ব্যাংক ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৮ রান করে। জবাবে এইচএসবিসি ১০ ওভার খেলে ৫ উইকেটে ৭০ রান করে। তৃতীয় খেলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১২ রানে গ্লোবাল ইসলামী ব্যাংককে পরাজিত করে। প্রথমে ব্যাট করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ৯২ রান করে। জবাবে গ্লোবাল ইসলামী ব্যাংক ১০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৮০ রান তুলতে সমর্থ হয়। এ খেলায় ফার্স্ট সিকিউরিটির শাবিব ম্যান অব দি ম্যাচ হন। অপর খেলায় এইচএসবিসি ব্যাংক ৫ উইকেটে সাউথইস্ট ব্যাংককে পরাজিত করে। প্রথমে ব্যাট করে সাউথইস্ট ব্যাংক ১০ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৯৫ রান করে। জবাবে এইচএসবিসি ব্যাংক ৫ উইকেট হারিয়ে ৯.৩ ওভার খেলে ৯৬ রান তুলে নেয়। এইচএসবিসি ব্যাংকের রাজিব এ খেলায় ম্যান অব দি ম্যাচ হন।

পূর্ববর্তী নিবন্ধসিসিএল স্পোর্টস কার্নিভ্যালের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধবনফুল ২য় বিভাগ ফুটবল লিগের ফলাফল