আগামী ২০ নভেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ৩য় আসর। এই টুর্নামেন্টে ঢাকার ২৮টি, চট্টগ্রামের ১০টি, খুলনা ও রাজশাহী অঞ্চলের ৪টি করে মোট ৪৬টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। চট্টগ্রামের ১০টি দলের মধ্যে রয়েছে সাউদার্ন ইউনিভার্সিটিও। এই ১০টি দল থেকে সেরা দু’টি দল ঢাকায় অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে খেলার টিকেট পাবে। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের একটি প্রতিনিধি দল গত ১২ নভেম্বর বুধবার, সকালে ট্রফি নিয়ে সাউদার্ন ইউনিভার্সিটির আরেফিন নগরস্থ ক্যাম্পাস সফর করে। এ সময় আশফাক হোসাইন আশিকের নেতৃত্বে টুর্নামেন্ট আয়োজক প্রতিনিধি দলের সাথে মতবিনিময় এবং ফটোসেশনে অংশ নেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, রেজিস্ট্রার আ ফ ম মোদাচ্ছের আলী, প্রক্টর মো. হাবিব উল্লাহ্, ডেপুটি ডিরেক্টর (পিআর) সাইদুল ইসলাম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (স্পোর্টস) সাইফুল্লাহ্ চৌধুরী, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ইনচার্জ মোহাম্মদ আরশাদ প্রমুখ।











