বাংলাদেশ ভলিবল ফেডারেশন আয়োজিত আন্তঃ জেলা ভলিবল প্রতিযোগিতার (পুরুষ) চূড়ান্ত পর্বের প্রথম খেলায় চট্টগ্রাম জেলা দল ৩-২ সেটে গতবারের চ্যাম্পিয়ন কুষ্টিয়া জেলা দলকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তির্ণ হয়েছে। আজ চট্টগ্রাম জেলা দল ঢাকা জেলা দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। চট্টগ্রাম জেলা দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সিজেকেএস ভলিবল কমিটির ভাইস চেয়ারম্যান মো. শোয়াইব এবং প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন কমিটির যুগ্ম-সম্পাদক শামীম আহমেদ।