আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের (একেএমবি) ব্যবস্থাপনায় আগামী ১ ও ২ মার্চ বেলা ২টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে ঐতিহাসিক ২১তম পবিত্র দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিল সফল করতে গত ১৬ ফেব্রুয়ারি বাদে মাগরিব চেরাগি পাহাড়স্থ সালমা ভবন কার্যালয়ে প্রস্তুতি কমিটির আহ্বায়ক স ম হামেদ হোসাইনের সভাপতিত্বে ও সচিব মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অধ্যাপক আল্লামা ছৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ আল্লামা ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ, নুর আহম্মদ মিয়া, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন তাহেরি, ইলিয়াস খান ইমু, মুহাম্মদ আনিসুর রহমান, মুহাম্মদ কপিল উদ্দিন রানা, মুহাম্মদ মুনির উদ্দিন, মুহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে স ম হামেদ হোসাইন বলেন, কুরআনের সঠিক তথ্য ও তত্ত্ব জাতির সামনে উপস্থাপন করতে পবিত্র দরসুল কোরআন মাহফিল অনন্য ভূমিকা রাখছে । তিনি ২১তম পবিত্র দরসুল কোরআন মাহফিল সফল করার সর্বস্তরের জনসভা নিকট আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।