আনোয়ারায় ৭ দোকান পুড়ে ছাই

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫২ পূর্বাহ্ণ

আনোয়ারায় গতকাল শনিবার ভোররাত ৩ টায় উপজেলার জয়কালী বাজারে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ১২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। একটি মুরগী বিক্রয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানায়, শনিবার রাত ৩ টায় অধীর চক্রবর্তীর মালিকানাধীন মার্কেটের একটি মুরগীর বিক্রেতার দোকানে আগুন ধরে মান্নান, দেলোয়ার ও দিদারের মুরগীর দোকান, পরিমলের সেলুন, উত্তম চক্রবর্তীর প্রসাধনী, স্বপন চক্রবর্তীর চাউলের দোকান ও রাজামিয়ার মালিকানাধীন কাঁচা তরকারীর দোকান পুড়ে যায়। এতে ১২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানায়। সাবেক ইউপি সদস্য সন্তোষ চক্রবর্তী জানায়, রাতে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন আগুন নেভাতে ছুটে আসে। কয়েক ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সহযোগিতা করে। এ ঘটনায় ৭ দোকান পুড়ে ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা দুলাল মিত্র জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ৭ দোকান পুড়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধশেষ মুহূর্তের ভর্তি নিশ্চিতে ইডিইউতে আগ্রহীদের ভিড়
পরবর্তী নিবন্ধসিএমপির পাশে সিপিডিএল