আনোয়ারায় ৫ গরু চোর আটক

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১২:০৫ অপরাহ্ণ

বাঁশখালী থেকে গরু চুরি করে নদী পথে আনোয়ারায় আসার পর স্থানীয় জনতা ৫ গরু চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার রায়পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নজুমিয়া খাল এলাকায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন সাইদুল ইসলাম প্রকাশ মানিক (৩০), আশরাফুল ইসলাম (২৭), রিমন (২৩), রাশেদ (২২), এরফান (২৫)। তারা সবাই বাঁশখালী উপজেলার বাসিন্দা। এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান আনোয়ারা থানার ওসি মীর্জা মো. হাছান।

জানা যায়, গতকাল সকালে বঙ্গোপসাগরের সাঙ্গুর মোহনায় স্থানীয় জেলেরা মাছ ধরতে গেলে নজুমিয়া খাল এলাকায় ট্রলারে গরু ও অপরিচিত লোক দেখতে পেয়ে তাদের সন্দেহ হলে পরে তাদের ধাওয়া করে ট্রলার, গরুসহ ৫ চোরকে আটক করে।

প্রত্যক্ষদশীরা জানান, সংঘবদ্ধ চোর চক্রটি রাতে গরু চুরি করে ট্রলারে করে নদী পথে বাঁশখালী থেকে আনোয়ারার রায়পুর এলাকায় নিয়ে আসে। এ সময় জনতার ধাওয়া খেয়ে গহিরা নজুমিয়ার খালে এসে ট্রলার নষ্ট হয়ে আটকে গেলে তারা জনতার হাতে ধরা পড়ে। আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান বলেন, বাঁশখালী থেকে গরু চুরি করে আনোয়ারার রায়পুরে এসে জনতার হাতে ৫ গরুচোর ধরা পড়ে। এ সময় একটি চোরাই গরু উদ্ধার ও চোরাই কাজে ব্যবহৃত ট্রলার আটক করা হয়। আটকদের বাঁশখালী থানায় প্রেরণ করা হবে। এ ব্যাপারে বাঁশখালী থানায় মামলার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ দূতাবাস আবুধাবীর মুজিব নগর দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধজলাবদ্ধতা থাকবে না উন্নয়ন হবে পরিকল্পিত