আনোয়ারায় পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টায় পিএবি সড়কের কালাবিবি মোড় এলাকায় পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তাররা হল টেকনাফ থানার বেলপাড়া এলাকার বাসিন্দা মো. সাইফুল (২৪) ও আবদুল মজিদ (২৫)। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতি শনিবার দুপুর সাড়ে ১২ টায় পিএবি সড়কের কালাবিবি দিঘী মোড় এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে কারের পেছনে সংরক্ষিত চাকার ভেতর থেকে ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়। যার মূল্য ৯০ লক্ষ টাকা। এ সময় সাইফুল ও মজিদ নামের দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আনোয়ারা থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।