আনোয়ারায় বিশেষ অভিযানে তিন কোটি টাকা মূল্যের এক লাখ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আনোয়ার মাঝির স্ত্রী মনোয়ারা বেগমকে (৪৩) আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়ায় এ অভিযান পরিচালনা করে র্যাব। এ ঘটনায় আনোয়ারা থানায় মাদক আইনে মামলা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–৭, পতেঙ্গা ক্যাম্পের একটি বিশেষ দল গত বৃহস্পতিবার দিবাগত রাতে রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়ায় বাসিন্দা মাদক ব্যবসায়ী মো. আনোয়ার মাঝির বসতঘরে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘরের বারান্দার খাটের নিচে লুকানো অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। অভিযান পরিচালনার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী মো. আনোয়ার মাঝি (৫০) ও তার ছেলে ইফতেখার উদ্দিন সোহেল (২০) পালিয়ে যায়। এ সময় র্যাব আনোয়ার মাঝির স্ত্রী মনোয়ারা বেগমকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক তিন কোটি টাকা বলে জানা গেছে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মনোয়ারা বেগম স্বীকার করেন তার স্বামী আনোয়ার মাঝি ও ছেলে দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে সাগর পথে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকেন। তিনি এ কাজে তাদের সহায়তা করতেন। উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল বলেও স্বীকার করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, আটককৃত মনোয়ারা বেগমকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।