আনোয়ারায় ১১ শতক সরকারি ভূমি উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১৬ জুন, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

আনোয়ারায় অবৈধ ৫টি দোকান উচ্ছেদ করে ১১ শতক সরকারি ভূমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব ভূমি উদ্ধার করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম ও কর্ণফুলী বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, বন্দর মহালখান বাজারের দীর্ঘ দিন ধরে সরকারি ১১ শতক খাস ভূমি স্থানীয় বেশ কয়েকজন দখলে নিয়ে ৫টি দোকান ঘর গড়ে তুলে। গতকাল অভিযান চালিয়ে ৫টি দোকান উচ্ছেদ করে এসব ভূমি উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় অগ্নিদুর্গতরা পেল ত্রাণ সহায়তা
পরবর্তী নিবন্ধসাত হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার