ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (দ.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে গত সোমবার আনোয়ারা উপজেলা হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পিএবি সড়কের কালা বিবির দিঘির মোড় হতে হেফাজত কর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে চাতরী চৌমুহনী বাজার চত্ত্বরে সমাবেশের আয়োজন করে।
তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামাত আনোয়ারা উপজেলা শাখার সভাপতি কাজী আখতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ কাশেমীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ এজাজ, হাফেজ মাহাবুব, নুরুল হক, রেজাউল করিম, মুফতি নুরুল আলম, মো.তৈয়ব, আবদুর রহিম, আনিসুর রহমান, আহমেদুল হক, আবদুল আলীম, আজিজুল হক, আবদুল হান্নান, এরফান বিন হালীম, নুরুল আমিন ও মো. ইলিয়াছ। সমাবেশে বক্তারা বিশ্বনবী (দ.) কে অবমাননাকারী ফ্রান্স সরকারকে বিশ্ব মুসলিম জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে এঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।