আনোয়ারার তৈলারদ্বীপ এর্শাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুশীলন শেষে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে চট্টগ্রাম জেলা মহিলা ফুটবল দলের গোলরক্ষক জান্নাতুল মাওয়া (১৭)। গত বুধবার সন্ধ্যায় আনোয়ারা বরকল সড়কের সা’দ মুছা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে সিএনজি অটোরিঙা ও নসিমন গাড়ীর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার জান্নাতুল মাওয়া আনোয়ারা সদর ইউনিয়নের বিলপুর গ্রামের মো. সেলিমের কন্যা। বর্তমানে সে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। আনোয়ারা থানা ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, আহত জান্নাতুল মাওয়া চট্টগ্রাম জেলা মহিলা ফুটবল দলের গোলরক্ষকের দায়িত্বের পাশাপাশি নিয়মিত তৈলারদ্বীপ এর্শাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির গোলরক্ষক হিসেবে অনুশীলন করে।
ঘটনার পর তাকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে তাকে হস্তান্তর করা হয়।
নিলুফার কায়সার স্মৃতি ফুটবল একাডেমির চেয়ারম্যান আজিজুল হক আজিজ বলেন, আমাদের ফুটবল একাডেমির নিয়মিত গোলরক্ষক জান্নাতুল মাওয়া বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।