আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে ৭ মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, চাতরী চৌমুহনী বাজারে দীর্ঘদিন ধরে মাংস বিক্রেতাদের বিরুদ্ধে ওজনে কম দেওয়া, বাসি ও ভেজাল মাংস বিক্রি, দেশি দাম নেওয়াসহ বিভিন্ন অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় ৭ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, ওজনে কম দেওয়া, মূল্য তালিকায় গড়মিল, নির্ধারিত জায়গায় বাস না দাঁড়ানোর অপরাধে ৭ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।