আনোয়ারা উপজেলার রায়পুর সমুদ্রসৈকত এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৩৫ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৩ এপ্রিল) সাত্তার মাঝির ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাংলানিউজ
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস দিদারুল ইসলাম সিকদার জানান, রায়পুর সমুদ্রসৈকত এলাকায় পানিতে রাতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। মৃত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।
তিনি বলেন, “মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। তবে মরদেহে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মরদেহটি।”