আনোয়ারায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

আনোয়ারায় এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রেদুয়ান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩১ জুলাই নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামের আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে শিশুটির পরিবারের পক্ষ থেকে গত ৩১ জুলাই আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত রেদুয়ানের বাড়ির সামনে বটগাছের নীচে ৬ বছরের এক শিশু খেলতে ছিল। সে শিশুটিকে মোবাইল দেখানোর কথা বলে তাদের ঘরের বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করলে সে মুখ চেপে ধরে। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়।

ঘটনার ১১দিন পর শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রেদুয়ানকে গ্রেপ্তার করে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত রেদুয়ানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমোবাইল ছিনতাই করে পালাতে গিয়ে ট্রাফিক পুলিশের হাতে ধরা
পরবর্তী নিবন্ধমহানবীর (সা.) প্রতি ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব