চট্টগ্রামের আনোয়ারার আধ্যাত্মিক অলি হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রহ.)’র বার্ষিক ওরশ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার আনোয়ারা উপজেলার বটতলী এলাকায় অবস্থিত হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) এর মাজার প্রাঙ্গণে এই ওরশ অনুষ্ঠিত হয়। সকাল থেকে চট্টগ্রামসহ দেশের নানা প্রান্ত থেকে গাড়িতে করে ভক্ত–অনুরক্তরা আসতে শুরু করে। দুপুর গড়াতেই মাজার প্রাঙ্গণ ও আশপাশের সড়কগুলোতে ভিড় বাড়তে থাকে। নানা কাওয়ালী, ভাণ্ডারী এবং মর্মী গানের তালে তালে মোহছেন আউলিয়া (রহ.)’র মাজার জিয়ারতে আসেন ভক্তরা। ভক্তদের জিকির–আজকার এবং জিয়ারতে মাজার প্রাঙ্গণে এক ধর্মীয় আবেশ ছড়িয়ে পড়ে। গতকাল প্রধান দিবস হলেও কয়েকদিন আগে থেকেই দূরদূরান্তের ভক্তরা এসে জিয়ারত করে গেছেন। গত রবিবার সাবেক মেয়র মঞ্জুর আলম মাজার জেয়ারত করে গেছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারাও জিয়ারত করতে আসেন।
গতকাল দিনভর কর্মসূচির মধ্যে ছিল ভক্তদের খতমে কোরআন, মিলাদ, জিকির, জেয়ারত, কাওয়ালি ও ভক্তিমূলক গানের আসর, বিশেষ মোনাজাত, ফাতেহা ও তবারুক বিতরণ। মোহছেন আউলিয়ার ওরশে অংশ নিতে আসা লোকজনের সার্বিক নিরাপত্তা দিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সাথে যানবাহন ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশের সদস্যরা নিয়োজিত ছিলেন।
ওরশের সার্বিক বিষয় নিয়ে মাজার পরিচালনা কমিটির যুগ্ম মোতয়াল্লী এস এম জহিরুল ইসলাম জানান, চট্টগ্রামসহ দেশের নানা প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত–অনুরক্তদের নিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য সহকারে ও উৎসব মুখর পরিবেশে এবারের ওরশ সম্পন্ন হয়েছে। সুন্দরভাবে ওরশ সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মুহাম্মদ হাসান বলেন, ওরশের একদিন আগে থেকে আনোয়ারা থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত ২০ জন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছে। এছাড়া যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সদস্যরা নিয়োজিত ছিলেন।