আনোয়ারায় মোবারক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৫ মে, ২০২৩ at ৭:৩৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় জমির বিরোধের জেরে হত্যাকাণ্ডের শিকার নির্মাণ শ্রমিক মোবারক হোসেন হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকালে আনোয়ারা থানার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নিহত মোবারকের পরিবার ও এলাকার নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন স্থানীয় মোহাম্মদ ফরিদ, কায়সার, আবুল হাশেম, সেলিম, আব্দুল আলিম প্রমুখ।

এ সময় তারা বলেন, মোবারক হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের আশ্রয়ে থেকে এলাকা নানা অপরাধ সংগঠিত করে গেলেও তাদের ভয়ে এলাকার সাধারণ মানুষ আতংকিত। দুর্বৃত্তরা হত্যাকাণ্ডের আগে মোবারকের পরিবারকে দফায় দফায় হুমকি দেয়। মামলায় অভিযুক্ত সন্ত্রাসীরা প্রকাশ্যে মোবারককে পিটিয়ে হত্যা করে আরো ৪ জনকে আহত করেছে। আমরা এলাকাবাসী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রফিক জানায়, মোবারক হত্যা মামলায় এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। ঘটনার পর থেকে আসামিরা পালিয়ে রয়েছে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় উপজেলার বারখাইন ইউনিয়নের বাদামতল এলাকায় জায়গা জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষ হামলা চালিয়ে ওই এলাকার বাসিন্দা মৃত নুরুল আলমের পুত্র মো. মোবারক হোসেনকে পিটিয়ে জখম করে। ঘটনার দুইদিন পর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন মোবারক। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল আলিম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতু পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব
পরবর্তী নিবন্ধপটিয়া খানেকাহ এ কাদেরিয়া সড়ক সংস্কার দাবি