আনোয়ারায় ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

আনোয়ারায় এক ব্যবসায়ীর ওপর হামলা করে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় আনোয়ারা উপজেলা পরিষদের ডাক বাংলো সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আনোয়ার মিঞা (৫৬) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

হামলার শিকার ব্যবসায়ী আনোয়ার মিঞা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় আনোয়ারা থানার উত্তর গেটে অবস্থিত নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তিনি পায়ে হেটে উপজেলা পরিষদের পূর্ব পাশে অবস্থিত ভাড়া বাসায় যাচ্ছিলেন। তিনি বলেন, উপজেলা পরিষদের প্রধান গেট পার হয়ে ডাকবাংলো সড়ক দিয়ে ৫০০ গজের মত যাওয়ার পর একটি বাসার পানির ট্যাংকের ওপরে পূর্ব থেকে ওৎপেতে থাকা অজ্ঞাত দুস্কৃতকারী পেছন দিক থেকে আমার মাথার ওপর লাফ দিয়ে অতর্কিত হামলা করে আমাকে আহত করে। এ সময় হামলাকারী আমার গলা ও বুকে আঘাত করার পর আমি মাটিতে লুটিয়ে পড়ি। সে সুযোগে হামলাকারী আমাকে চেপে ধরে আমার হাতে থাকা ব্যাগের চেইন খুলে নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে মুহুর্তে আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন ডোবা পার হয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। এ সময় আমার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. হাবিব বলেন, ঘটনার পর পর আনোয়ার সওদাগরের চিৎকারে আমি দ্রুত ঘটনাস্থলের দিকে দৌড়ে গেলে মুখে কাপড় বাঁধা, গেঞ্জি ও প্যান্ট পরিহিত এক লোককে স্কুলের ডোবা পার হয়ে পালিয়ে যেতে দেখি।

অভিযোগের বিষয়ে আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, ব্যবসায়ীর ওপর হামলা ও টাকা লুটের ঘটনায় একটা অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আশেপাশে সিসিটিভি ফুটেজসহ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধদৌড় করিয়েছে যুদ্ধের সাইরেন, এ বার বাঁশি নিয়ে বিশ্বকাপের মাঠে দৌড়বেন ফিলিস্তিনি নারী
পরবর্তী নিবন্ধযৌতুক দাবির অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা