আনোয়ারায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনোয়ারায় প্রতি বছরের ন্যায় এবছরও বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণের মধ্যদিয়ে এ দিবসের আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (. দা.) ও মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা: দেবরাজ চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মাহতাব উদ্দিন চৌধুরী, চাতরী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: শাহ আলম।

আলোচনায় বক্তারা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিচালিত নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব ও জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে নানাবিধ প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা এবং প্রযুক্তির ব্যবহারে সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী সৈয়দা শারমিন আকতার, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: আলী আব্বাস, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা তুলিকা দত্ত, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস, এম মেজবাহ উদ্দিন, শ্রেষ্ঠ কেন্দ্র বৈরাগ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চাতরী ইউনিয়ন পরিষদকে পুরস্কৃত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের সংবর্ধনা দিল পেকুয়া উপজেলা সমাজ কল্যাণ পরিষদ
পরবর্তী নিবন্ধপ্রগতিশীল নাগরিক সমাজের সভা