আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ইমন (২০) নামে এক খামারির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর দুপুর সাড়ে ১২টায় উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের দক্ষিণ খুরুস্কুল গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত যুবক স্থানীয় মৃত মোহাম্মদ ইদ্রিসের পুত্র। জানা গেছে, গতকাল দুপুরে নিজ ঘরে বিদ্যুৎ না থাকা অবস্থায় ত্রুটিপূর্ণ বিদ্যুতের লাইনে কাজ করতে যান ইমন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন।
পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।