আনোয়ারায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ গেল কিশোরের

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৪:২৮ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড এলাকার শাহার বানুর বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তারে হঠাৎ আগুন লাগে। এরপর তারটি ছিঁড়ে নিচে পড়ে যায়। আগুন দেখে স্থানীয় লোকজন চিৎকার শুরু করে। এ সময় তাড়াহুড়া করে ঘর থেকে বের হতে গিয়ে মনির হোসেন ছেঁড়া তারটিতে জড়িয়ে পড়ে। মুহূর্তেই তার হাত, ঊরু ঝলসে যায়। ঘটাস্থলেই মৃত্যু হয় তার।

রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তৌহিদুল ইসলাম কিশোর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানতে চাইলে আনোয়ারা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোরশেদুল ইসলাম বলেন, ‘বিদ্যুতের তারে জড়িয়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে জব্বার মার্কেটে ভয়াবহ আগুন
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট