আনোয়ারায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রীতি ফুটবল ম্যাচ

| সোমবার , ৮ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আনোয়ার উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে খেলা শেষে ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন চৌধুরী আশফাক। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহজাহান, মো. মনসুর আলম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম রনি, আব্দুল হামিদ হিরু, মো. শাহিন, মো. শাহজাহান, মামুন তালুকদার, মো. ফারুক, সাকিব তালুকদার, মো. শাহেদ, মো. আমিন, মোহাম্মদ রাকিব, মো. আবরার, হারুন রশিদ, মো. ইস্কান্দার, জসীম উদ্দীন, মো. জিকু প্রমুখ নেতৃবৃন্দ। খেলাটি নির্ধারিত সময়ে সাদা দল ও নীল দলের মধ্যে ৪৪ গোলে ড্র হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারে খেলা গড়ায়। এতে সাদা দল চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মো. সাজ্জাদ। তাকে সহায়তা করেন দিপু ও জসিম।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপ মিশনে আরব আমিরাত গেল বাংলাদেশ দল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল আজ