আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া উপকূলীয় ফুলতল সমুদ্রপাড়ে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত(২৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে বার-আউলিয়া ফাঁড়ির নৌ-পুলিশ।
(৩০) জুলাই বুধবার উত্তর পরুয়াপাড়া ৩নং ওয়ার্ড এলাকায় সকালে স্থানীয়রা লাশটি সাগরে জোয়ারের ভাসতে দেখলে ৯৯৯ নাম্বারে ফোনে খবর দেন।পরে নৌ-পুলিশের একটি টিম এসে লাশটি উদ্ধার করে।
আনোয়ারা বার-আউলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান জানান,রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া সাগরপাড়ে একটি অজ্ঞাত (২৫) ব্যক্তির লাশ ভাসমান দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে খবর দেই।পরে আমরা লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করছি।অজ্ঞাত লাশটির গায়ের রং সাদা হয়ে গেছে।গায়ে একটি ট্রাউজার রয়েছে।বয়স অনুমানিক ২৫ ধারণা করা হচ্ছে।এখনো কোন পরিচয় পাওয়া যাইনি।সুরহতাল রিপোর্ট করে চট্টগ্রাম মেডিকেল মর্গে পাঠানো হবে।