আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ ইয়াছিন (১৯) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় এ ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর ১টার দিকে মৃতদেহ উদ্ধার করে। নিহত ইয়াছিন কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা ও আনোয়ারা হাসপাতালের সামনে অবস্থিত মরিয়ম হোটেলের কর্মচারী।
মরিয়ম হোটেলের মালিক জাফর সওদাগর বলেন, গতকাল সকাল ১০টার দিকে আমার দোকানের কর্মচারী মো. ইয়াছিন প্রতিদিনের ন্যায় হাসপাতালের পুকুরে গোসল করতে গিয়ে যথাসময়ে ফিরে না আসলে তাকে খুঁজাখুঁজি করে দেখা যায় পুকুর ঘাটে তার পরনের কাপড়, সেন্ডেল, সাবান সব পড়ে আছে। তখন মনের মধ্যে সন্দেহ তৈরি হলে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৩০/৪০ মিনিট চেষ্টা চালিয়ে তার মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে। তিনি আরো জানা, ইয়াছিন বিগত ১ বছর ধরে দোকানের কর্মচারী হিসেবে কাজ করেন।
আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুজিবুর রহমান জানান, দুপুরে স্থানীয়ভাবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে দোকান কর্মচারী ইয়াসিনের মৃতদেহ উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানার এসআই আবুল বাশার জানান, এ ব্যাপারে আনোয়ারা থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।