আনোয়ারায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক অংশীজন সভা

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আনোয়ারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় নির্বাচনী বিধিমালা উপসহাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। আইনশৃঙ্খলা ও নির্বাচনী নানান বিষয় নিয়ে বক্তব্য দেন, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর সালেহ, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহাজাহান, এনসিপির মনোনীত প্রার্থী জুবায়েরুল আলম মানিক, বিএনপি নেতা আখতারুন্নবী চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপি নেতা সরোয়ার হোসেন, আনোয়ারা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি এস এম শাহেদুল ইসলাম, বিএনপি নেতা শহিদুল ইসলাম, আনোয়ারা কলেজ ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মো.আবদুস ছবুর, ইসলামী ফ্রন্ট নেতা মৌলানা মফিজ উল্লাহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মাইজভাণ্ডারী দর্শন নিয়ে সেমিনার
পরবর্তী নিবন্ধকীটনাশক ও বসতি বিস্তারে সংকটে পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য