আনোয়ারায় নিখোঁজ কুমিল্লার আরিফ

| শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ১০:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের বেল্লুরা এলাকা থেকে আরিফ (১৩) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে সে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

নিখোঁজ আরিফের বাবার নাম আবদুর রহমান। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর এলাকায়। নিখোঁজ শিশুর পরিবার আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

পরিবার জানায়, অনেক খোঁজাখুঁজি করেও আরিফকে কোথাও পাওয়া যায়নি। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আরিফের সন্ধান পান, তাহলে ০১৮২৪৯৭০৩৭৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।

পূর্ববর্তী নিবন্ধস্বামীকে ভিডিও কল দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে পিএমআই সিম্পোজিয়াম: কৌশলগত প্রকল্প ব্যবস্থাপনায় নতুন দিগন্ত