চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের বেল্লুরা এলাকা থেকে আরিফ (১৩) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে সে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।
নিখোঁজ আরিফের বাবার নাম আবদুর রহমান। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর এলাকায়। নিখোঁজ শিশুর পরিবার আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
পরিবার জানায়, অনেক খোঁজাখুঁজি করেও আরিফকে কোথাও পাওয়া যায়নি। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আরিফের সন্ধান পান, তাহলে ০১৮২৪৯৭০৩৭৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।