আনোয়ারায় গতকাল মঙ্গলবার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সরকারী অনুদানের ৩ লাখ টাকার চেক বিভিন্ন মসজিদ-মন্দিরে প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভূমিমন্ত্রীর পক্ষে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে এ চেক প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ.মান্নান চৌধুরী ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন।
এসময় উপস্থিত ছিলেন হাইলধর ইউনিয়ন আ.লীগের সভাপতি দিদারুল ইসলাম ও উপজেলা এনজিও ফোরামের সভাপতি নুরুল আবছার তালুকদার, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম.নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ সুমন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকার।