আনোয়ারা উপজেলা সদরের জয়কালী বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩ মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।
জানা যায়, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি, মজুদ ও ওজনের কম দেওয়াসহ নানা অভিযোগে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এতে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।