আনোয়ারায় ডিএপিএফসিএল শ্রমিকদের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

এক কর্পোরেশন এক বেতন স্কেল’ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গেইট মিটিং করেছে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের শ্রমিককর্মচারীরা। গতকাল বুধবার সকালে আনোয়ারার রাঙাদিয়ায় অবস্থিত ডিএপিএফসিএলের প্রধান গেইটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রমিকদের দাবিগুলো হলপে কমিশনভুক্ত কর্মচারীদের ন্যায় মজুরী কমিশনভুক্ত শ্রমিকদের ৫% প্রণোদনা ও ১৫% বিশেষ সুবিধা বকেয়াসহ দ্রুত বাস্তবায়ন করে গ্যাস সংযোগের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে ডিএপিএফসিএল কারখানা চালু রাখার স্বার্থে কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা, পেকমিশন ও মজুরী কমিশনের সকল শ্রমিককর্মচারীদের পদোন্নতি পূর্বের ন্যায় ৩ বছর বহাল রাখাসহ পদোন্নতি জটিলতা দ্রুত নিরসন করা।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ফেডারেশনের সহসভাপতি হারুন উর রশিদের সভাপতিত্বে এবং ডিএপিএফসিএল শাখার শ্রমিকদলের কার্যকরী সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মো. রেজাউল করিম, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ, মো. মুছা, মো. ফিরোজ আলম, জাহেদুল আলম, জহুরুল ইসলাম, মো. মাসুম বাবুল, রেজাউর রহমান, সজীব সেখ, নাজমুল আশরাফ রাফী প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সারকারখানা চত্বর প্রদক্ষিণ করে শিল্প উপদেষ্টা, সচিব ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন। শ্রমিকদের আন্দোলনের বিষয়ে ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক বলেন, কমিশন বৈষম্য নিরসনসহ বেশ কিছু দাবি নিয়ে শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ করেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের সম্মেলন ২৩ আগস্ট
পরবর্তী নিবন্ধদ্রুত নির্বাচনের দাবিতে মীরসরাইয়ে বিএনপির সমাবেশ