আনোয়ারায় উপজলো মৎস্য অধিদপ্তররে উদ্যোগে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় বিকল্প কর্মসংস্থানরে লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ১০ জন ইলিশ আহরণকারী জেলের মাঝে গাভীর বাছুর বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে জেলেদের হাতে এসব বাছুর তুলে দেন জেলা মৎস্য অফিসার ফারহানা লাভলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য র্কমর্কতা মো. রাশিদুল হক, প্রণীসম্পদ র্কমর্কতা ডা. নইফা বেগম,উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফজলুল কাদের প্রমুখ।