আনোয়ারায় গ্রিলের তালা কেটে মন্দিরে চুরি

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ শোলকাটা গ্রামে কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত রোববার মধ্যরাতে সংঘটিত ঘটনার খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মন্দিরের সেবক ভানেশ্বর দত্ত জানান, রোববার ধর্মীয় কাজ শেষ করে মন্দিরের গ্রিলে প্রতিদিনের ন্যায় তালা লাগিয়ে ঘরে চলে আসি। রাতের আঁধারে গ্রিলের সবকটা তালা কেটে দুষ্কৃতকারীরা পূঁজার সামগ্রী, কিছু স্বর্ণ ও দানবাক্স ভেঙে টাকা নিয়ে যায়। সোমবার সকালে ঘটনাটি জানতে পেরে থানা পুলিশকে অবহিত করি। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের আঁধারে মন্দিরের গ্রিল কেটে কিছু পূঁজার সামগ্রী ও দানবাক্সের ১ হাজারের মত টাকা চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরো জানান, মন্দির কমিটির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত হয় কমিটি মন্দিরের সুরক্ষায় এখন থেকে দারোয়ান ও সিসি ক্যামরা বসাবে। চুরির বিষয়টি পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।

পূর্ববর্তী নিবন্ধচবির সহকারী রেজিস্ট্রার নুরুল আলমের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধচাকরি হারালেন সোনারগাঁওয়ের ওসি রফিকুল