আনোয়ারায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গীতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার ব্যবস্থাপনায় আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল আনোয়ারা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের আবদুল জলিল হলরুমে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত। আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিউটন সরকারের সঞ্চালনায় বিদ্যালয়ের হলরুমে গীতা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব। উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিপুল কান্তি দত্ত, বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, সাগর মিত্র, অধ্যাপক শিপুল দে, সুশান্ত শীল প্রমুখ।